ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি :-ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ীর সিডষ্টোর উত্তর বাজার এতিমখানার পার্শ্বে সাইকেলারোহী ইউটার্ন করার সময় ঢাকা গামী অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় মোঃ হানিফ (২৫) ঘটনা স্থলেই নিহত হয় এবং পাশ্বে দাড়িয়ে থাকা একটি জীপ (ঢাকা মেট্রো ঘ– ১৫-১৪৬৫)ধাক্কা দিয়ে ধুমরে মুছড়ে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। নিহত হানিফ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের আ. মান্নানের ছেলে। সে হবিরবাড়ী এলাকার আমিনুল মৃধার বাড়ীতে ভাড়া থেকে এই এলাকার বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রীর কাজ করতেন।