“স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায় মাস্ক বিতরণ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৮জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে মাস্ক বিতরণ কার্যক্রম ও স্বাস্থ্য সচেতনামুলক আলোচনা করা হয় ।
উপজেলা নিবার্হী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ প্রমুখ।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা,সামাজিক. রাজনৈতিক, শিক্ষক,সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন । আলোচনা শেষে মাস্ক বিরণ কার্যক্রম শুরু করা হয় । সকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ও জন সমাগম এলাকায় মাস্ক বিতরণ করা হয় ।