Home / সারাবাংলা / ভালুকায় ভিমরুলের কামড়ে ৪বছরের শিশুর মৃত্যু

ভালুকায় ভিমরুলের কামড়ে ৪বছরের শিশুর মৃত্যু

 

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার(১৯জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী সিডস্টোর পশ্চিম পারা এলাকায়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিডস্টোর পশ্চিম বাজার এলাকার বাসিন্দা বিরুনীয়া মহিলা কলেজের প্রভাষক ওমর ফারুক তালুকদার শনিবার সকালে তার একমাত্র শিশুপুত্র আনাসকে নিয়ে বাড়ির পাশে ধানের ক্ষেত দেখতে যান। এ সময় ফারুক এলাকার কয়েকজনের সাথে কথা বলছিলেন। পাশেই পড়ে থাকা তালগাছের শুকনা ডাল সড়াতে গেলে শিশু আনাসকে ভিমরুলে আক্রমণ করে। খোঁজ পেয়ে ওমর ফারুক তার শিশুপুত্র আনাসকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই বাড়িতে নিয়ে আসেন। পরে চিকিৎসাধিন অবস্থায় রোববার সকালে আনাস মারা যায়। ভিমরুলের কামড়ে মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ওমর ফারুকের চাচাতো ভাই মো: আবু সাঈদ তালুকদার।

 

Check Also

ভালুকায় বিশ্ব নদী দিবসে র্র্যালী আলোচনা সভা

  ভালুকা (মময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত …