ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি : ‘ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন কে রোল মডেল হিসেবে আখ্যায়িত করলেন বাংলাদেশে পরিকল্পনা কমিশন সচিব সুবীর কিশোর চৌধুরী।’
১১জুলাই (শনিবার) বিকেলে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে করোনা মোকাবেলায় স্বেচ্ছাসসেবকদের কাজে সন্তুষ্ঠ হয়ে, স্বেচ্ছাসেবকদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে সৌজন্য সাক্ষাত করেন। হবিরবাড়ী ইউনিয়ন কে রোল মডেল হিসেবে আআখ্যায়িত করেন। করোনা মোকাবেলায় কাজ করায় উপজেলা প্রশাসন ও হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান, ময়মনসিংহ জেলার দায়িত্ব প্রাপ্ত, বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর সচিব সুবীর কিশোর চৌধুরী।
তিনি বলেন, সামনে কোরবানির ঈদ তাই সকলকে আরো সচেতন হতে হবে, মুখে মাস্ক পরে নিরাপদ দুরত্ব বজায় রেখে কোরবানির পশুর হাটে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেলী শারমিন, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাঈনউদ্দিন সহ স্বেচ্ছাসেবকবৃন্দ।