ভালুকায় অনলাইন বাজারের যাত্রা শুরু করেছে- ডেইলি বাজার’ নামের প্রতিষ্ঠান। উদ্যোগতারা জানান যুগের সাথে তালমিলিয়ে মানুষকে পণ্যসেবা দিতে তারা এই উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে করোনাকালে ঘরবন্ধি গ্রাহকদের কথা বিবেচনা করে তারা সকল ধরনের নিত্য প্রয়োজনী পণ্য ২ঘণ্টার মধ্যে ডেলিভারি দিতে বদ্ধপরিকর।