ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ শনিবার রাত আড়াইটার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে জনৈক নূরুল ইসলামের বসতবাড়ীতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে রফিকুর ইসলাম (৩৩) কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত ও আশরাফ আলী সাজুর একটি দোকান লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেয়ায় দোকান কর্মচারী নাঈমকে পিটিয়ে আহত করেছে। সন্ত্রাসীরা রফিকুল ইসলামের ডান পা রড দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলেছে বলে জানায় তারা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নূরুল ইসলামের ছেলে জনি জানায় রাত অনুমান আড়াইটার দিকে ১০/১২ জন লোক তাদের বাড়ীর পশ্চিম দিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বসতঘরের টিন কুপিয়ে কাটতে থাকে। তাদের ভাড়াটিয়া রফিকুল বাহিরে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও রড দিয়ে ডান পায়ে আঘাত করে। এ সময় সন্ত্রাসীরা বেপরোয়াভাবে বৈদ্যুতিক বাতি ভাংচুর করে। পরে তাদের পশ্চিম সীমানায় সাজুর দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে নেয়। দোকান কর্মচারী নাঈম জানায় তাকে মারপিট করে একটি ২৪” ইঞ্চি এলইডি ও দোকানের কেশ সহ ২৫ হাজার টাকার মালামাল লুট করে নেয়। সন্ত্রাসীরা দা দিয়ে দোকানের বেড়া ও সামনের অংশ কুপিয়ে নষ্ট করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Check Also
ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ী টু পাড়াগাঁও রাস্তার ভিত্তি প্রস্তর
ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ী টু পাড়াগাঁও রাস্তার ভিত্তি প্রস্তর ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা …