Home / জাতীয় / আজ ডিলিট পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ ডিলিট পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক: বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিল গতকাল (শুক্রবার)। তবে আজ ভারতের পশ্চিমবঙ্গে কবির জন্মদিন উদযাপন করা হচ্ছে।

নজরুল জন্মজয়ন্তীতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়েছে। আজ এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হবে সম্মানজনক ডিলিট।

উৎসব শুরু হবে দুপুর পৌনে ১২টার দিকে। দুপুর সোয়া ১২টার দিকে শেখ হাসিনাকে সম্মানজনক ডিলিট দেয়া হবে। ডিলিট দেবেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। ডিলিট নেয়ার পর শেখ হাসিনা ভাষণ দেবেন। এরপর তিনি ফিরে যাবেন কলকাতায়।

বিকেলে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে যাওয়ার কথার রয়েছে তার। সেখানে শেখ হাসিনাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর গানের একটি খাতা উপহার হিসেবে দেয়া হবে।

Check Also

এপেক্স ক্লাব অব ভালুকা (ইউসি)এর আত্ম প্রকাশ

ভালুকা( ময়মনসিংহ )প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ভালুকার যাত্রা শুরু করেছে। এ …

Leave a Reply