ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে হাত পা বাঁধা অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের তিনদিন পর তার পরিচয় মিলেছে।
বুধবার (১৭ জুন) ভোররাতে হত্যা ঘটনার সাথে জড়িত সন্দেহে মনির হোসেন (২৩) ও জামাল হোসেন (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে ওই নারীর পরিচয় ও হত্যা ঘটনার রহস্য উম্মোচিত হয়।( মামলা নং১৯)
নিহতের নাম কানিজ ফাতেমা (১৭), পিতা ওমর ফারুক, বাড়ি উপজেলার মামারিশপুর গ্রামে। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।