Home / জীবন ধারা / কভিড ১৯_- করোনা-২০২০ / ভালুকায় করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ভালুকায় করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথার মত করোনার উপসর্গ নিয়ে লিটন মিয়া (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্য হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়  উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্য হয়। স্থানীয়রা জানায়, নিহত লিটন মিয়া গত এক সপ্তাহ যাবত জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলো। মঙ্গলবার বিকেলে প্রচন্ড জ্বর  শ্বাসকষ্ট ও গলাব্যথা দেখা দেয়ায় তাকে তার ভাড়া বাসা থেকে হাসপাতালে নেয়ার সময় পথেই মারা যান তিনি। নিহত লিটন  ভাষা শহীদ আঃ জব্বারে চাচাতো ভাই।
সে ভালুকার জামিরদিয়া এলাকায় থেকে বিভিন্ন সময় একাধিক কারখানায় চিকিৎসা সহকারী হিসেব কাজ করতো।

Check Also

মৌলিক চাহিদা সংকটে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠী

  জাহান আশরাফ, স্পেশাল করেসপন্ডেন্ট : যাযাবর শ্রেণীর অন্যতম একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়। …