ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার জনবহুল এলাকা জামিরদিয়া-মাস্টারবাড়িতে রাস্তা সংস্কার কাজের উদ্ভোধন করলেন স্থানীয় সংসদসদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু। দীর্ঘ প্রতিক্ষিত মাস্টারবাড়ি-পাড়াগাঁও সড়ক মেরাতম কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (১১জুন)দুপুরে। উপজেলার মাস্টারবাড়িতে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের বাস্বতবায়নে ১ কোটি ৭২ লক্ষ টাকা ব্যায়ে ২১শত মিটার সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, বেহাল দশার এ সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ার ফলে চলাচলের অনুপুযোগী হয়ে পড়েছিলো। সড়কটি মেরামতের দাবিতে স্থানীয়রা একাধিক মানববন্ধন ও বিক্ষোভ করে আসছিল।