Breaking News
Home / সারাদেশ / ময়মনসিংহ / ভালুকায় শ্রমিক বিক্ষোভ

ভালুকায় শ্রমিক বিক্ষোভ

ভালুকায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কটন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (০৪জুন) দুপুরে উপজেলার হবিরবাড়ি আমতলী এলাকায় অবস্থিত কটন গ্রুপের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে তারা। শ্রমিকরা জানায়, সকালে কারখানার গেইটে গেলে কর্তপক্ষ তাদেরকে কাজে যোগ দিতে দেয়নি। বিনা নোটিশে সরকারি নিয়ম না মেনে তাদেরকে চাকরি থেকে ছাটাই করার পায়তারা করছে কারখানা কর্তৃপক্ষ। ময়মনসিংহ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, কটন গার্মেন্টস কর্তৃপক্ষ সকালে কিছু শ্রমিকদেরকে কাজে যোগ দিতে না দেয়ায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেয়।

 

Check Also

ভালুকায় এক পোশাক শ্রমিকের শ্লীলতাহানীর চেষ্টার অভিযাগে আটক ১

ভালুকায় এক পোশাক শ্রমিকের শ্লীলতাহানীর চেষ্টার অভিযাগে আটক ১ ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় এক …