সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার অভেদানন্দ স্কুলে শিার্থীদের অংকন শিা, শুদ্ধ জাতীয় সংগীত ও জাতীয় পতাকার সঠিক মাপের প্রশিণ প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জিলা স্কুলের শিক মুক্তিযোদ্ধা সন্তান মীর জাহিদ ও তার সহযোগিদের নিয়ে অভেদানন্দ স্কুলে শিার্থীদের অংকন শিা, শুদ্ধ জাতীয় সংগীত ও জাতীয় পতাকার সঠিক মাপের প্রশিণ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক সহ অন্যান্য শিকবৃন্দ। এতে সহযোগিতা করেন অশোক কুমার দাস, নিতাই কুমার কুন্ডু, বিপুল বিশ্বাস প্রমুখ।
Check Also
ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা ভালুকা (ময়মনসিংহ )প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী …