Breaking News
Home / সারাবাংলা / ভালুকায় অরক্ষিত সেফটি ট্যাঙ্কিতে পড়ে শিশুর মৃত্যু

ভালুকায় অরক্ষিত সেফটি ট্যাঙ্কিতে পড়ে শিশুর মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অরক্ষিত খোলা সেফটি ট্যাংঙ্কিতে পড়ে আব্দুল্লাহ নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, রবিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবন কোঠা গ্রামের স্থানীয় মিল শ্রমিক মোঃ ফরহাদের ছেলে আব্দুল্লাহ (৫) পাশের বাড়ীর হাবিবুর রহমানের একটি অরক্ষিত খোলা সেফটি ট্যাঙ্কিতে পড়ে মারা যায়। পরিবারের লোকজন জানায়, দুপুর আব্দুল্লহকে খোঁজে পাওয়া যাচ্ছিল না তাই অনেক খুঁজাখুঁজির পর হাবিরবুর রহমানের খোলা সেফটি ট্যাঙ্কিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেখে সে মারা গেছে।

Check Also

নজিপুর পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে আঃলীগ প্রার্থী বাবু বিজয়ী

নজিপুর পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে আঃলীগ প্রার্থী বাবু বিজয়ী   ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ …