অনলাইন ডেস্ক_-শিক্ষাই জাতির মেরুদন্ড,তাই শিক্ষষা গ্রহণে নেই কোন বিকল্প, কিন্ত মহামরি করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই দুর্যোগময় মুহর্ত্বে যাতে শিক্ষার্থীদের গতানুগতিক পাঠদান অব্যাহত থাকে সেজন্য ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া আব্দুল গণি মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক নুরুল হক নিয়েছেন ব্যতিক্রম উদ্যোগ।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুরুল স্যার অনলাইন ক্লাস নামে একটি লাইক পেইজ খোলে প্রতিদিন নির্দিষ্ট সময় অষ্টম শ্রেনীর সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান এবং নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত, উচ্চতর গণিত রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিষয়ে ধারাবাহিক ক্লাস নিচ্ছেন।
যাতে এই লকডাউনে শিক্ষার্থীদের পাঠ ব্যহত না হয় তাই তিনি অনলাইনে পাঠদানের ব্যবস্থা করেছেন বলে জানান। এই লকডাউনে শিক্ষার্থীদের গতানুগতিক পাঠদান অব্যাহত রাখতে দেশের সকল শিক্ষকদের আহবান জানান।