ধোকাবাজীর প্যাঁচে পড়ে
হারাইলি তোর সব আসল,
অন্যের ক্ষেতে বীজ বুনলি শুধুই
গোলাতে তোর নেই ফসল!
আমার আমার করেই গেলি মন
আসল নকল বুঝলিনা,
কার হাতে তোর ভাগ্য নাটাই
সেই কারিগর খুঁজলিনা!
আপন পরের হিসেব কষেই
সাধের জনম করলি পার,
খুঁজতে গিয়ে সফল জীবন
শেষ হিসেবের ফলে হার!
ক্ষণিক জীবন মিছে মায়া
বিধির খেলায় মানুষ ফেল,
সাঙ্গ হবে ভবের মায়া
ঠিক ফুরাবে বাতির তেল।
একই অঙ্গে এতো রূপ
কেন্ ধরো-রে পাগল মন,
অর্থ কড়ি বাঁচাবে কি
না থাকিলে আসল ধন?
শয়তানেরই ধোঁকায় পড়ে
আর কইরোনা হেলায় পার,
কর্ গোলামী কায়মনে হে
খালিক মালিক সবটা যার!
ছুটিসনা মন ভবের মায়ায়
লোভের বেলা সব নকল,
পড়ে রবে এই দুনিয়ায়
স্ত্রী সন্তান আর যা সকল।
ধোঁকাবাজির প্যাঁচে পড়ে
হারাইসনা আর তোর ফসল,
সত্য পথে প্রভুর রথে অমর হবি
ভ্রমর ও মন থাকবে জমা তোর আসল!
#সআ