আতাউর রহমান তরফদার : ১৩ মে বুধবার ভালুকার আঙ্গারগাড়া বালিয়াগাড়া গ্রামে বন বিজ্ঞপ্তিত জমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় বন বিভাগ। আঙ্গারগাড়া বীট কর্মকর্তা রইছ উদ্দীন জানান ডাকাতিয়া মৌজার বালিয়াগাড়া গ্রামে ৪৩৯৪ নং দাগের ২০১৫/১৬ সালে অংশিদারিত্ব সৃজিত উডলট বাগানের বন বিজ্ঞপ্তিত জমিতে জনৈক শাহীন মিয়া জবর দখল পূর্বক বাড়ী নির্মাণ শুরু করে। খবর পেয়ে তিনি ১৩ মে বুধবার সংগীয় বন রক্ষীদের নিয়ে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে বন বিভাগের জমি অবমুক্ত করেন। শাহীন মিয়া এর আগেও ওই জমিতে স্থাপনা করতে চাইলে বন বিভাগ বাধা প্রদান করেছে।