সময়ের আলো পত্রিকার সিনিয়র সহসম্পাদক মাহমুদুল হাকিম অপু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার ভোর রাতে সাহরির জন্য ডাকতে গেলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। সেসময়ই পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পান।
মাহমুদুল হাকিম অপুর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ঘুমের মধ্যেই মারা যান।
সাংবাদিক অপুর মৃত্যুতে শোক জানিয়েছেন সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ ও ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়।