অনলাইন ডেস্ক_- অসহায় বৃদ্ধা আমেনা খাতুনের পাশে উপজেলা চেয়ারম্যান। অসহায় বৃদ্ধাকে ১মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
মঙ্গলবার(৫মে) রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ নিজে গিয়ে ওই মহিলার হাতে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ জানান, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলাম আমাকে ফোন করে বলেন প্রায় শতবর্ষী ওই মহিলার পরিবারে রোজগার করার মত কেউ না থাকায় ২দিন যাবৎ নাকি শুধু মুড়ি খেয়ে রোজা রাখছে। বিষয়টি শুনে সাথে সাথে আমি সেখানে যাই এবং উনার পাশে দাঁড়াই। সমাজের সবাই যদি তাঁর বাড়ির পাশে মানুষটির খোঁজ রাখতো তাহলে এমনটি হতো না।’
উপজেলা চেয়ারম্যানের এমন মানবতায় সবাই খুশি।
Check Also
মেদুয়ারী ইউনিয়ন তাঁতীলের নতুন আহবায়ক কমিটি, আহবায়ক হাকিম, সদস্য সচিব সোহাগ
ভালুকা উপজেলার অধিনস্থ ২নং মেদুয়ারী ইউনিয়ন তাঁতীলীগের নতুন ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা …