Home / জীবন ধারা / কভিড ১৯_- করোনা-২০২০ / করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন কাফন কাজ সম্পন্ন করলো-ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন কাফন কাজ সম্পন্ন করলো-ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি:-
মোমেনশাহী জেলার ভালুকা উপজেলায় করোনায় মৃত আবু হানিফকে তার গ্রামের বাড়ী মেদুয়ারী ইউনিয়ন এর বনকুয়া গ্রামে দাফন-কার্য সম্পন্ন করলো ‘ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মোমেনশাহী জেলা দক্ষিণ এর স্বেচ্ছাসেবক টিম।
সংগঠনের সদস্য বলেন, ‘আমাদের সাথে সার্বক্ষণিক সঙ্গ দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল মহোদয় ও উপজেলা(ভূমি) অফিসার রোমেন শর্মা ও ভালুকা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন।
আমাদের টিমের সকল ভাইকে আল্লাহতালা পূর্ণ জযাদান করুন।’
দাফন-কাফনে যারা অংশগ্রহণ করেছেন, তারা হলেন- মোমেনশাহী জেলা দক্ষিণ এর টিম প্রধান
মুহাম্মাদ এহসানুল হক, টিম সদস্যঃ-মাওলানা মমিনুল ইসলাম, মুহাম্মদ রাকিবুল হাসান তারেক
মুহাম্মদ ইহসানুল হক,মুহাম্মদ আব্দুল আহাদ ও
মুহাম্মদ মাহদী হাসান।

Check Also

মৌলিক চাহিদা সংকটে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠী

  জাহান আশরাফ, স্পেশাল করেসপন্ডেন্ট : যাযাবর শ্রেণীর অন্যতম একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়। …

Leave a Reply