ময়মনসিংহে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন। অপরদিকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। রবিবার (৩ মে) ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম মসিউল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, গত ৪ দিনে মোট ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন। এছাড়া হোম কোয়ারেন্টিনে আছেন ১০৩ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। এর মাঝে ১১২ জনই ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী। আক্রান্তদের মাঝে মৃত্যুবরণ করেছেন চারজন।
Check Also
দেশে করোনা কেড়ে নিল আরো ৪৫ প্রাণ, আক্রান্ত ৩২৪৩
অনলাইন ডেস্ক- গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ …