সফিউল্লাহ আনসারী
অসহিষ্ণু সময় আশ্রয় খোঁজে বিবেকের বাড়ি
অথচ বিবেকবোধ আজ নিজেই হারিয়েছে তার পথ!
মানবতার দুর্দিন যদি বলি, তবে তাসলিমা খাতুন
রেনুর কথা বলতেই হয়
বোনটির জীবন অকালেই ঝরে গেলো, কতিপয় বিবেকহীন অমানবিকতার হিংস্রতায় !
আমরা মানুষ হবো কবে? বলতে পারেন সভ্যতার ধ্বজ্জাধারী!