ময়মনসিংহের ভালুকায় ‘আল-কুরআন ফাউন্ডেশন’ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র এর কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধায় স্থানীয় ৫টি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়। এতে প্রায় ৭৫ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়।
কোরআন বিতরণ শেষে তারতীলুল উম্মাহ মহিলা মাদরাসা(মায়ের মাদরাসা) এর আয়োজনে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দেরকে নিয়ে ইফতার করা হয়।
সিরিরচালা রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আকরামুল হক এর সভাপতিত্বে আল-কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মিসবাহ হাবিবুল্লাহ জিহাদীর পরিচালনায় অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, অত্র সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ মিনার হোসেন, কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী, সমাজ সেবক তোফায়েল ইবনে জামাল, এফ.এম আসাদুল্লাহ, শ্রমিক নেতা আলমাস উদ্দিন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য রেজাউল খান শামীম, রাকিব মোল্লাহ, কাউসার আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, শখিপুর মহিলা কলেজের প্রভাষক সারোয়ার জাহান আশরাফ উল্লাহ, আবুল হোসেন মাস্টার, মোহাম্মদ উল্লাহ, কবি ও ছড়াকার জালাল উদ্দিন, বড়চালা জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম, বকবুল ফকির জামে মসজিদের খতিব, মাও.ওয়াদুূদ, ডা.রফিকুল ইসলাম প্রমুখ।