অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ উপলক্ষ্যে প্রকাশিত ছোটগল্পের বই ‘অচেনা জনপদ’ এর মোড়ক উন্মোচন। উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয় একুশে বইমেলা সোহরওয়ার্দী উদ্যানে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ বাকীর লেখা অচেনা জনপদ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বন ও পরিবেশ সচিব, বর্তমান আইডিআরএ এর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারি, বিশিষ্ট কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল, বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) মোহাম্মদ নাছির, সাহিত্যদেশ এর প্রকাশক সফিক সাইফুল, সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট ঝঅঅগ এর অফিস সম্পাদক এম. আই. মহিদ, মাদক বিরোধী পত্রিকা নেশা’র ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুরুল হাসান।
১১ টি ছোট গল্প নিয়ে অচেনা জনপদ গ্রন্থটি প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ প্রকাশনী থেকে। বইটির মূল্য ১৩৫ টাকা। সাহিত্যদেশ স্টল নং-৫৩৪।
Check Also
অমর একুশে বইমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে সফিউল্লাহ আনসারী`র `ঢেউয়ের মিনার’
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী’র একক কাব্যগ্রন্থ ঢেউয়ের মিনার। সোহরাওয়ার্দী উদ্যানের ৬২২-৬২৩ নম্বর …