Home / নগর জীবন / গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় ট্রেনে কাটা পড়ে শেখ নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ নুরুল ইসলাম উপজেলার তুমুলিয়া এলাকার শেখ সেকান্দার আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জহির আলী জানান, আড়িখোলা রেলস্টেশনের পাশে ঢাকা-নরসিংদী রেললাইন পার হচ্ছিলেন শেখ নুরুল ইসলাম। এ সময় তিতাস এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

খবর পেয়ে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Check Also

শহর ছেড়ে গ্রামে না যাওয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের

  অনলাইন ডেস্ক- শহর ছেড়ে গ্রামে না যাওয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের ঈদের ছুটিতে শহরবাসীকে গ্রামে …

Leave a Reply