Home / সারাদেশ / ভালুকায় নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার

ভালুকায় নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়া শিশুর লাশ বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালেিনিখোঁজ হওয়ার পর রাতে উপজেলা পাঁচগাও গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি জঙ্গলের বাঁশঝাড় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাচঁগাও গ্রামের ফজলুল হকের ছয় বছরের শিশু কন্যা ফারজানা আক্তার শুক্রবার (৯ নভেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। সারাদিন বহু খোঁজাখোজির পর শিশুটির কোন খোঁজ মিলেনি। পরে রাতে এলাকাবাসী বাঁশঝাড়ে শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

বাকরুদ্ধ শিশুরটির পিতা ফজলুল হক বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে, আমি খুনিদের উপযুক্ত বিচার চাই’।

Check Also

ভালুকায় গোসল করতে নেমে পানিতে ডুবে ১জনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গোসল করতে নেমে পানিতে ডুবে ১জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১অক্টোবর) …

Leave a Reply