Breaking News
Home / অর্থনীতি / পাটের বিনিময়ে জ্বালানি তেল দিতে আগ্রহী ইরান

পাটের বিনিময়ে জ্বালানি তেল দিতে আগ্রহী ইরান

বাংলাদেশ থেকে পাট নিয়ে বিনিময়ে জ্বালানি তেল দেয়ার আগ্রহ প্রকাশ করেছে ইরান।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি এ আগ্রহের কথা জানান।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান। রাষ্ট্রদূত পণ্য বিনিময় বাণিজ্যের উপর জোর দিয়েছেন জানিয়ে ইহসানুল করিম বলেন, ‘ইরান পাট নিতে চায়। বিনিময়ে অপরিশোধিত তেল দিতে চায়।’

বাংলাদেশের পাটের সুনাম বিশ্বজোড়া ছিল, তাতে ছেদ ঘটলেও পাটের সুদিন ফেরানোর চেষ্টায় রয়েছে সরকার। অন্যদিকে ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম জ্বালানি তেল রফতানিকারক দেশ। বিশ্বে অপরিশোধিত তেলের বাজারের ৪ দশমিক ৮ শতাংশ ইরানের দখলে। যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞার কারণে ইরানের রাষ্ট্রদূত দেহনাভি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন।

ইহসানুল করিম বলেন, রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পক্ষে মত দেন। রোহিঙ্গাদের জন্য ইরানের তহবিল সংগ্রহের কথাও বলেন দেহনাভি। শরণার্থী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় আসে।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। সাক্ষাৎকালে মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Check Also

ইংরেজি নববর্ষ ২০২১ এর শুভেচ্ছা

আমারবাংলার সকল পাঠক,লেখক ও শুভানুধ্যায়ীদের.. ইংরেজি নববর্ষ ২০২১ এর শুভেচ্ছা

Leave a Reply