মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী যুব লীগের উদ্দ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়। আলোচনা সভার পূর্বে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শাহ আলমের উপস্থাপনায় ছাত্রলীগ, কৃষকলীগ, প্রজন্মলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও যুবলীগের নেতা কর্মিগণ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার জীবণের দীর্ঘায়ূ কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধায় দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শেষ করা হয়। অপর দিকে উপজেলা আওয়ামীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Check Also
ইংরেজি নববর্ষ ২০২১ এর শুভেচ্ছা
আমারবাংলার সকল পাঠক,লেখক ও শুভানুধ্যায়ীদের.. ইংরেজি নববর্ষ ২০২১ এর শুভেচ্ছা