ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুড়া গ্রামে হাতেম আলী (৫৫) নামে স্থানীয় এক মৎস্য খামারের পাহাড়াদার খুন হয়েছে।
সোমবার(৩ সেপ্টেম্বর) সকালে পুরুড়া গ্রামের গাঙ্গাইল বিল মৎস্য খামারের পাশে নিহতের লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও এলাকাবাসী জানায় ওই গ্রামের তিন ভাই কাফরুল ইসলাম কাজল, ইমতিয়াজ উদ্দীন রাসেল ও সোহরাব উদ্দীনের যৌথ মৎস্য খামারে একই গ্রামের ওহাব মন্ডলের ছেলে হাতেম আলী দীর্ঘদিন ধরে খামার পাহাড়ার দায়িত্বে নিয়োজিত ছিলো।
রোববার রাতের কোন এক সময় কেবা কারা তাকে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে মেরে ফেলে যায়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা স্থল ও আশপাশে খামার মালিকদের কাউকে দেখা যায়নি।
Check Also
মেদুয়ারী ইউনিয়ন তাঁতীলের নতুন আহবায়ক কমিটি, আহবায়ক হাকিম, সদস্য সচিব সোহাগ
ভালুকা উপজেলার অধিনস্থ ২নং মেদুয়ারী ইউনিয়ন তাঁতীলীগের নতুন ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা …