Home / সারাদেশ / ময়মনসিংহ / ভালুকায় মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

ভালুকায় মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা মহিলা অাওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ড. সেলিনা রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানাজ আক্তার শানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

এ সময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহাম্মেদ ধনু, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল প্রমুখ। প্রোগ্রাম শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত দলীয় কর্মীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Check Also

ভালুকায় অন্ধভিক্ষুককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বকনা বাছুর প্রদান

ভালুকা প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে এক অন্ধ ভিক্ষুককে একটি বকনা …

Leave a Reply